সময়ের ঝড় আমার ওপরে বয়ে যায়।আরো শক্তিশালী বানিয়ে আমাকেসমস্ত অন্ধকার থেকে নিষ্কৃত করে দেয়।সমস্ত দুঃখ, সমস্ত প্রেম থেকে মুক্তআমার হৃদয় তমোশক্তির স্তুপে লুপ্তপ্রায়।আমি নির্জন গোপন পথে হেঁটে চলিকোটি কোটি দূষিত মানুষের ভিড়েনিজেকে বারবার আবিষ্কারের জন্য।
Category Archives: কবিতা
জাতিস্মর বিপ্লব
ধরিত্রী আজ স্তরে স্তরে রক্তাত্ব,সব দেখেও অশ্রু আড়াল করি মুখোশে।ভাবি আমি আবার কাল জন্ম নেব,সাথে আনবো বিপ্লবের নবীন স্রোত।
