মহাকাশে যাত্রা করি
বিশ্ব থেকে বিশ্ব
ঘুরে বেড়ায় জ্ঞানের খোঁজে
পাইনি আজও দৃশ্য।
রাত্রি যেথা হয়না সেথা
হাজার সূর্য দেশে
শয়ে শয়ে পেঁচার বাসা
নানারকম বেশে।
আগুন ঝরে আকাশ থেকে
বৃষ্টি ধরা ফুটে
বৃথায় আমি খুঁজে চলি
মরি মাথা খুঁটে।
মহাকাশে যাত্রা করি
বিশ্ব থেকে বিশ্ব
ঘুরে বেড়ায় জ্ঞানের খোঁজে
পাইনি আজও দৃশ্য।
রাত্রি যেথা হয়না সেথা
হাজার সূর্য দেশে
শয়ে শয়ে পেঁচার বাসা
নানারকম বেশে।
আগুন ঝরে আকাশ থেকে
বৃষ্টি ধরা ফুটে
বৃথায় আমি খুঁজে চলি
মরি মাথা খুঁটে।
Developer. Student. Writer. I develop open source programs which can be useful, fun, or maybe totally silly. I also write short stories and articles. View more posts